ছুটি নয়, ৩ জুন খোলা থাকবে অফিস
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০১৯, ১১:৫০
আগামী ৩ জুন (সোমবার) ছুটি নয়, খোলা থাকবে অফিস। আর এর মাধ্যমে ঈদে টানা ৯ দিনের ছুটির আশা ‘পূরণ’ হচ্ছে না সরকারি চাকরিজীবীদের। তবে যারা ৩ জুন ছুটি নিতে পারবেন, কেবল তারাই টানা ৯ দিনের ঈদের ছুটি উপভোগ করতে পারবেন।
এবার ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে কেবল ৩ জুনই একটি কর্মদিবস। এর আগে ৩ জুন নির্বাহী আদেশে ছুটি দেয়ার বিষয়টি ‘আলোচিত’ হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এদিন ছুটি হলে টানা ৯ দিনের ছুটি পেদেন সরকারি চাকরিজীবীরা।
৩ জুন ছুটি থাকছে কিনা- জানতে চাইলে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন,‘না, ছুটি থাকবে না। সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়।’
তবে ছুটি না থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী ওইদিন ছুটি নেবেন। ৩ জুন ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটাই ছুটির আমেজ থাকবে বলে মনে করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এবার রমজান মাস ২৯ দিনে হলে ঈদ হবে আগামী ৫ জুন বুধবার। আর রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে আগামী ৬ জুন বৃহস্পতিবার। আর ৩ জুন অফিস খোলা থাকায় এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন থেকে।