২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শনিবার দেশের ৬৩৩ থানায় প্রীতিভোজ

শনিবার দেশের ৬৩৩ থানায় প্রীতিভোজ - সংগৃহীত

শনিবার দেশের প্রতিটি থানায় পুলিশের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে খাওয়া-দাওয়া এবং গানবাজনার আয়োজন। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিটি থানায় নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদর দপ্তর থেকে গত বৃহষ্পতিবার বরাদ্দ পাঠানো হয়েছে বলে জানা গেছে। মাঠ পর্যায়ের একাধিক সদস্য বলেছেন, পুলিশ সদর দপ্তরের এই আয়োজনে তারাও খুশি। রোববার পুলিশ সদর দপ্তরে প্রীতি ভোজ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যেই প্রীতিভোজের খাবারের তালিকা ঠিক করা হয়েছে। তাতে থাকবে পেলাও, মোরগের রোষ্ট, গরু ও খাসির রেজালা, মুরগীর গিলাকলিজা দিয়ে বুটের ডালের লটপটি, বোরহানি, পায়েস ও সফট ড্রিংকস।

পুলিশ সূত্র জানায়, এটা শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। থানায় কর্মরত সকল পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ, ক্যাম্প পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নেবেন। আইজিপি প্রীতিভোজে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৩৩ থানায়ই দুপুরে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাংস্কৃতি অনুষ্ঠানের কারনে কোনো কোনো থানা বিশেষ অনুমতি নিয়ে প্রীতিভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো পর্বই রাতে করবে।

মাঠ পর্যায়ের একাধিক পুলিশ সদস্য বলেন, দিনরাত কাজ করে তারা বিনোদন থেকে একেবারেই দূরে। দিনরাত তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম আয়োজন তাদের অনেক বড় পাওয়া।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, আইজিপি প্রীতভোজ পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত হবে রোববার। আইজিপির আমন্ত্রনে এদিন পদস্থ পুলিশ কর্মকর্তারা প্রীতিভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এ অনুষ্ঠানেও বাইরের কোন গেষ্ট থাকবেন না বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
রংপুরে সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা হারুনসহ গ্রেফতার ১৬ নওগাঁয় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে নিহত মা চকরিয়ায় প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার বারেক ফিরে চাওয়া : সত্তরের নির্বাচন মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে : ছাত্রদল ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে : ছাত্রশিবির মার্কিন প্রভাব মোকাবেলায় তালেবান অন্তবর্তী সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’ : তারেক রহমান রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ জুলাই বিপ্লব : কোন দিকে যাচ্ছে জেন জেড রাখাল রাহাকে গ্রেফতার ও র‍্যাব সদস্য আলেপের শাস্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ

সকল