০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

চলমান নৌ-ধর্মঘট প্রত্যাহার

চলমান নৌ-ধর্মঘট প্রত্যাহার - ছবি : সংগৃহীত

বিভিন্ন শ্রমিক ইউনিয়নের ডাকা চলমান নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।  বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের দাবীনামার বিষয়ে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম খবরটি নিশ্চিত কেরেছেন। 

নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানের বিষয়ে মনিটরিং এর জন্য নৌ পরিবহন অধিদপ্তর তাদের বার্ষিক সার্ভে চেক লিস্টে অন্তর্ভূক্ত করবে। এ খাতের শ্রমিকদের খাদ্যভাতা প্রদানের বিষয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গে আন্ত: মন্ত্রণালয় বৈঠক করে মার্চ ২০২০ এর মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। তৈলবাহী জাহাজ ট্যাংকারের ভাড়া বাড়ানোর দাবী তুললে এ বিষয়ে আগের সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এছাড়া মালিকগণ তৈল পরিবহন রুটে নিয়মিত ড্রেজিং এর অনুরোধ করেন।

বৈঠকে নৌ পরিবহন শ্রমিকদের প্রোভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেয়া হয়। বিভিন্ন নদীর মুখে ড্রেজিং করে জাহাজ চলাচল নিরাপদ করতে শ্রমিক নেতৃবৃন্দ নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

বুধবার মধ্যরাত থেকে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক লীগ চলমান এ নৌ ধর্মঘট আহবান করে।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একে এম মিজানুর রহমান, বিআইডাব্লুটিএ এর চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল-ইসলাম, নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জরিপকারক মোঃ মনঞ্জুরুল কবীর, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোঃ ইছা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহদাত হোসেন, আশুগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এস এম শামীম, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার, সহ-সভাপতি মোঃ মাহমুদ হোসেন, নৌ-যান শ্রমিক লীগ এর সভাপতি শেখ মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
পাঠ্যপুস্তক পুনর্লিখন : প্রকৃত সত্য তুলে আনতে হবে চাঁদপুরে সমবায় কর্মকর্তাকে লাঞ্ছিতকারী আ’লীগ নেতা জহির গ্রেফতার অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেয়ার চিন্তায় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও টাকার খেলা রংপুরে ২৪ ঘণ্টায় আ’লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের ৩৫ জন গ্রেফতার ১৭ বছর পর বাড়ি ফিরলেন জুয়েল মিয়া! বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় জ্বালানি নির্ভরতা বাড়ানো নবাগত শিক্ষার্থীদের নিয়ে বাকৃবিতে ‘মিট উইথ শিবির’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথকে আটকানো মানুষ গ্রহণ করবে না : রিজভী সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যে আহ্বান হিউমান রাইটস ওয়াচের

সকল