অনির্দিষ্টকালের ধর্মঘটে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকেরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০১৯, ১২:৩৯
সড়ক পরিবহন আইন স্থগিতসহ নয় দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের নেতা বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার জানিয়েছেন, নতুন সড়ক পরিবহন আইনের সংস্কার চান শ্রমিকেরা।
এ আইনে চালকের জন্য শাস্তির বিধানে পরিবর্তন আনা এবং জরিমানার পরিমাণ কমিয়ে আনাসহ ৯ দফা দাবিতে কর্মসূচী দিয়েছেন তারা।
"নতুন আইন চালকদের জন্য অনেক কঠোর। অনেক ড্রাইভার আছেন লাইসেন্সে সমস্যা। নানা কারণে সময়মত রিনিউ (নবায়ন) করতে পারে নাই। এখন রাস্তায় নেমে বিপদে পড়ার ঝুঁকি তারা নিতে চায় না। আমরা তাদের বাধ্য করতে পারি না।"
এছাড়া সড়কে চাঁদাবাজিসহ নানা ধরণের হয়রানি বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তোফাজ্জল হোসেন।
তিনি জানিয়েছেন, সরকার দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
২০১৮ সালের শেষ দিকে পাস হওয়া সড়ক পরিবহন আইনটি নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১ নভেম্বর থেকে কার্যকর করার কথা থাকলেও কয়েক দফা তারিখ পিছিয়ে ১৮ নভেম্বর কার্যকর করা হয়।
এ সময়ের মধ্যে বিআরটিএ এবং পুলিশ সড়কে নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালায়।
এদিকে, আইন কার্যকরের প্রথম দিন থেকেই আইনের 'সংস্কার'-এর দাবিতে রাজশাহী এবং দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলায় হঠাৎ করে ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা।
পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
নতুন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরে ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। বিবিসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা