১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

নার্স ইনজেকশন দিতেই বাচ্চার খিঁচুনি

নার্স ইনজেকশন দিতেই বাচ্চার খিঁচুনি - ছবি : সংগ্রহ

উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের ধলখোর এলাকা থেকে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন মোঃ বদিউজ্জামান।

ছেলের শরীর ফুলে গিয়েছিল। গায়ে জ্বরও ছিল। দায়িত্বরত নার্স এসে একটি ইনজেকশন দিয়েছিলেন।

বদিউজ্জামান বলছেন, "আমার বাচ্চার আগে যাদের ওই ইনজেকশন দেয়া হয়েছে হঠাৎ দেখি আশপাশে কয়েকজন খিঁচুনি দিয়ে কাঁপতে আরম্ভ করেছে।"

"আমি নার্সদের কাছে গেলাম। ম্যাডাম আমাকে বলল কিছু হয়নি। কিছুক্ষণ পর দেখি আমার বাচ্চারও একই অবস্থা," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

একই হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো দিনাজপুরের মির্জাপুর থেকে আসা কাজিম উদ্দিন মীর্জার চার বছর বয়সী ছেলেও।

পেটের ব্যথার কারণে তাকে নিয়ে আসা হয়েছিল। ঠিক একই ধরনের সমস্যা দেখা দিলো তারও।

খিঁচুনি দিয়ে কাঁপতে শুরু করলো আশপাশের বিছানারও বেশ কয়েকটি শিশু।

মীর্জা বলছেন, "হঠাৎ বাবা মায়েদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো। সে সময় হঠাৎ করে সব নার্সরা কিছুক্ষণের জন্য পালিয়ে গিয়েছিল। যখন চিল্লাচিল্লি শুরু হল তখন বড় ডাক্তাররা আসলো। তারা এসো অন্য ইনজেকশন দিলো। মাথায় পানি-টানি দিলো।"

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেবেলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে।

কলেজের প্রিন্সিপাল ও সেখানকার পিডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ নওশাদ আলী জানিয়েছেন, সব মিলিয়ে ১৪টি শিশুর একই ধরনের সমস্যা হয়েছে।

যাদের সমস্যা হয়েছে তাদের সবাইকে একই ধরনের চারটি ঔষধ দেওয়া হয়েছিলো।

জ্বর, সর্দি-কাশির জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ঔষধ সেফট্রিয়াক্সন ও ফ্লুক্লক্সাসিলিন।

আলসার ও পাকস্থলীর সমস্যা উপশমের জন্য র‍্যানিসন। আর ব্যথার জন্য ব্যবহৃত বুটাপেন।

এই চারটি ঔষধ যাদের দেওয়া হয়েছে সেই সব শিশুর সবার একই সমস্যা দেখা দিয়েছে।

ডাঃ আলী বলছেন, সাবধানতা হিসেবে তাৎক্ষণিক শিশুদের জন্য ওষুধগুলোর ব্যবহার বন্ধ দেওয়া হয়। তবে বড়দের ঔষধগুলো দেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, এই ওষুধের সবগুলোই রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ কোম্পানি এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কর্তৃক তৈরি।

তিনি বলছেন, "এই ওষুধগুলো আমরা নিয়মিত ব্যবহার করি। কখনো কোন সমস্যা হয়নি। সেগুলোর এক্সপায়ার ডেটগুলোও ঠিক ছিল।"

"হঠাৎ করে কী হলো এটা আমাদের কাছে খুবই আশ্চর্যের বিষয়। হতে পারে প্রচণ্ড গরমে এর কোনো কেমিকেল রিঅ্যাকশন হয়েছে।"

কী বলছে ওষুধ কোম্পানি
ওদিকে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এই ব্যাপারটি খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরসদের একজন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ।

তিনি জানিয়েছেন, "এই বোর্ড বোঝার চেষ্টা করছে কোন ঔষধগুলো কোনটির সাথে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনোটির সাথে মিক্স হয়ে কোনো রিঅ্যাকশন হয়েছে কিনা।"

তিনি আরো জানিয়েছেন, ওই ওষুধগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কোন ল্যাবে পাঠানো হবে সে নিয়ে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত নেবে বোর্ড।

ল্যাবের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে না বলে তিনি জানান।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ট্রাম্প-মোদির আসন্ন বৈঠকে বাণিজ্য, অভিবাসন এবং কৌশলগত সম্পর্ক প্রাধান্য পাবে দেশে ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেফতার গাজায় আবারো তীব্রভাবে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বিগ্ন হাজারো অভিবাসী মা-বাবা কমলগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ সীমান্তের সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ আগুনে ছাই কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি রায়পুরায় চুরি হওয়া মোবাইল কুরিয়ারের মাধ্যমে ফেরত পেলেন ইউপি সদস্য শিবগঞ্জে দেশীয় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

সকল