১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ, পাশে যৌন উত্তেজক ট্যাবলেট

তরুণ-তরুণীর লাশ - সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তেজগাঁও থানা পুলিশ তাদের লাশ দু’টি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারছে না পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে ফার্মগেটের হোটেল স¤্রাট থেকে থানায় খবর আসে একটি কক্ষের বোর্ডার রুমের দরজা খুলছে না। অনেক ঢাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের অষ্টমতলার একটি কক্ষের দরজা ভেঙে দু’টি লাশ উদ্ধার করে। লাশ দু’টি বিছানায় পড়েছিল। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত সোমবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা এক দিনের জন্য হোটেলের অষ্টমতলার একটি কক্ষ ভাড়া নেন। এরপর রুমে গিয়ে আর বের হননি। সকালেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। তারা আরো একদিন বেশি থাকবেন, নাকি রুম ছেড়ে দেবেন সে ব্যাপারেও কোনো কিছু জানাচ্ছিলেন না। এ দিকে বেলা ১২টায় চেক আউট হওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া না পেয়ে ডাকাডাকি করা হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একপর্যায়ে হোটেল কর্তৃপক্ষ ঘাবড়ে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তারা কিভাবে মারা গেলেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তদন্ত চলছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। 
তেজগাঁও থানার এসআই সেন্টু মিয়া জানান, সুরতহাল প্রতিবেদনে মৃতদেহ দু’টির কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি জানা যাবে। তবে লাশের পাশ থেকে বেশ কিছু যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আমিনুল ইসলাম সজলের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মরিয়ম আক্তার জেরিনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বলে জানা গেছে।

রাজধানীরতে আট লাখ পিস ইয়াবাসহ আটক ৩

ইয়াবা আমদানিকারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আট লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- তুহিন হোসেন (২৫), সবুজ হাওলাদার (২৬) ও শাহজাহান সরকার (৩৫)। গতকাল মঙ্গলবার ভোরে সদরঘাট থেকে সবুজ ও তুহিনকে এবং আব্দুল্লাহপুর এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় আট লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। 
মঙ্গলবার বিকেলে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন, চক্রের সদস্যরা মিয়ানমার থেকে ইয়াবা এনে কক্সবাজার হয়ে ঢাকায় আনতে অনেক সমস্যার সম্মুখীন হতো। এ কারণে তারা নতুন রুট হিসেবে কক্সবাজার থেকে পটুয়াখালী হয়ে চাঁদপুর থেকে সদরঘাটে ইয়াবার চালানগুলো নিয়ে আসছিল। সম্প্রতি চট্টগ্রামের টেকনাফ ও কক্সবাজার রুটকে মাদক কারবারিরা নিরাপদ মনে করছেন না। এ কারণে তারা এখন অভ্যন্তরীণ নদী পথ ও সাগর পথে ইয়াবা আনছে। 

তিনি আরো জানান, এই চক্রের তুহিন মূলত বহনের কাজে নানা পরিকল্পনা করত। তার সাথে সহযোগিতা করত বাকিরা। তারা বিদেশী বিনিয়োগে এ ব্যবসায় করছিল। মঙ্গলবার মধ্যরাতে নদী পথে বিপুল ইয়াবা নিয়ে পটুয়াখালী হয়ে ঢাকা আসবে- এমন খবরের পর সদরঘাটে অভিযানে বসে র্যাব। সেখানে আসা সপ্তবর্ণা-১ নামের একটি লঞ্চ থেকে তুহিন ও সবুজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ২৫ হাজার পিস এবং পরে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে শাহজাহানকে তিন লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। 

মুফতি মাহমুদ বলেন, দেশব্যাপী অভিযানের কারণে মাদক কারবারিরা রুট পরিবর্তন করেছে। তারা নিত্যনতুন রুট ব্যবহার করে ইয়াবা আনছে। এ কাজে সহায়তা করছে বিদেশী কিছু ব্যক্তি। বিদেশ থেকে এ কারবারে বিনিয়োগ করা হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের জানিয়েছে। চক্রটির সদস্যরা সাধারণত মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবা আনার পর তা দুই ভাগে ভাগ করে সাগর ও নদী পথে রাজধানীতে নিয়ে আসত। তাদের উদ্দেশ্য হলো একটি চক্র ধরা পড়লেও অন্যটি যেন ধরাছোঁয়ার বাইরে থাকে। মূলত ৮-১০ জনের একটি চক্র এই ইয়াবা চালানের সাথে জড়িত। তারা প্রায় দেড় বছর ধরে এই কারবার করে আসছিল। চক্রটি ছয়-সাত মাস পর পর প্রতি চালানে পাঁচ-সাত লাখ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে আনত। এ পর্যন্ত চক্রটি রাজধানীতে ছয় থেকে সাতটি চালান এনেছে বলে জানিয়েছে। তারা রাজধানীর একটি অভিজাত এলাকার বাসায় ইয়াবাগুলো আনার পর তাদের নিজস্ব বাহকের মাধ্যমে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করত।


আরো সংবাদ



premium cement
অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭ ‘মওলানা ভাসানী সব সময় ত্যাগের রাজনীতি করেছেন’ ১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান করেছে অন্তর্বর্তী সরকার ইসরাইলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে জার্মান বুদ্ধিজীবীরা : ৫০০ বিশ্ববিদ্যালয়ের খোলা চিঠি ‘জাতীয় ঐক্যের ভিত্তিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল করতে এগিয়ে আসতে হবে’ গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত

সকল