জজ কোর্টে লিফট ছিঁড়ে আহত ১০
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মার্চ ২০১৯, ১১:১৭, আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১৮:৫৬
ঢাকার পুরাতন জেলা জজ আদালতের একটি লিফট ছিঁড়ে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহত উদ্ধার করে।
আহতরা হলেন- মিথুন, জাহাঙ্গীর, সুমন, সোহাগ, আমিনুল, আইয়ুব আলী, সুলতান, সুজন, নাজমা আক্তার ও অজ্ঞাত একজন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে আসা অ্যাডভোকেট মোস্তফা সরওয়ার মুরাত জানান, আহতদের মধ্যে আটজন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে লিফটম্যান ও দুজন নারীসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নারী দুজনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, আজ আইনজীবী সমিতির নির্বাচন চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুরনো ভবনের পাঁচতলা থেকে লিফটটি ছিঁড়ে যায়। লিফটটি অনেক দিনের পুরনো হওয়াতে আগে থেকে এটি ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল ও হাসপাতাল সূত্র জানান, আহত আটজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের পা ও কোমরে গুরুতর জখম রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা