২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাহ আরফিন টিলায় ফের শ্রমিক নিহত : নিখোঁজ ৩

শাহ আরফিন টিলায় ফের শ্রমিক নিহত : নিখোঁজ ৩ - সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে তিন দিনের ব্যবধানে গর্ত ধসে আবারো এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত শ্রমিকের নাম কবির হোসেন (৩৫)। তিনি ওই উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র। তবে নিখোঁজ থাকা শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকরা চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, শাহ আরেফিন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে নেমে চার শ্রমিক নিখোঁজ হন। এদের মধ্যে থেকে কবির হোসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শ্রমিকের উদ্ধারে কোয়ারির মাটি সরানোর কাজ চলছে।

এর আগে গত সোমবার শাহ আরফিনে গর্ত ধসে দুই শ্রমিক নিখোঁজ হন। গর্তের পানি অপসারণ করে তাদের দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গর্ত মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


আরো সংবাদ



premium cement