২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

নয়াদিল্লির সার্ক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কমিউনিটির নবীনবরণ অনুষ্ঠিত

নয়াদিল্লির সার্ক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কমিউনিটির নবীনবরণ অনুষ্ঠিত - নয়া দিগন্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত সার্ক বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় ২০১৯-২১ সেশনের শিক্ষার্থদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির নেতা কম্পিউটার সাইন্সের পঞ্চম বর্ষের পিএইচডি গবেষক সুমিত কুমার বানশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমিউনিটি নেতা ল' ডিপার্টমেন্টের পিএইচডি গবেষক আশফাক উজ্জামান চৌধুরী, পিএইচডি গবেষক মাফরুজা আক্তার, পিএইচডি গবেষক মারুফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন- মাস্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজানা আক্তার মিফতা।

প্রধান অতিথির বক্তব্যে সুমিত কুমার বানশাল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে দেশের জন্য নিজেকে গড়ে তোলার এই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, সার্ক বিশ্ববিদ্যালয় আমাদেরকে যে গবেষণার সুযোগ দিচ্ছে আমরা তা কখনো বাংলাদেশে পাইনি। তাই দেশের জন্য, সমাজের জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার এই সুযোগের সঠিক ব্যবহার করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবার এই দায়িত্ব আমাদের পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আশফাক চৌধুরী বলেন, সার্কের অন্য ৭টি সদস্য দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আমাদেরকেই তুলে ধরতে হবে। মনে রাখতে হবে- আমরাই বাংলাদেশ। আমাদেরকে দেখে তারা বাংলাদেশকে চিনবে। স্বাগত বক্তব্যে মিফতা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ম নীতি মেনে চলার বিষয়ে দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষপর্যাযে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তপু।

উল্লেখ্য, সার্ক বিশ্ববিদ্যালয়ে সার্কের ৮টি সদস্য দেশের শিক্ষার্থীরা প্রতিবছর গবেষণা নির্ভর মাস্টার্স ও পিএইচডিতে স্কলারশিপ নিয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পান। এবছর বাংলাদেশ থেকে ২৯ জন মাস্টার্স প্রোগ্রামে ও পিএইচডিতে ৮টি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল